এলাহাবাদ কে যেভাবে দেখেছি

 

এলাহাবাদ কে যেভাবে দেখেছি

লেখক পরিচিতি//১৯৭১ সালের ডিসেম্বর মাসে জীবনের প্রথম প্রভাতে ওয়া ওয়া ধ্বনি তুলে আমি জানিয়ে দেই আমার আগমন বার্তা। সেটি কোন হাসপাতালে সিজারের মাধ্যমে নয় আমার বাড়ি এলাহাবাদ আক্কাস মোল্লার বাড়িতে আমার জন্ম। প্রথম শ্বাস-প্রশ্বাস নিয়ে হূদযন্ত্রের ক্রিয়া সূচনা হয় , এ বিশাল বিশ্বের যেখানে হাত তুলে প্রকাশ করি আমার অস্তিত্ব সে আমার প্রিয় জন্মভূমি, প্রিয় গ্রাম এলাহাবাদ। যাকে কেউ কেউ আবার ইলাবাজ বলে চেনেন ‌।  সেটি আমার প্রিয় গ্রাম এলাহাবাদ, যাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি।০৪/০৫/২১

No comments

Theme images by mammuth. Powered by Blogger.