মফিজ উদ্দীন আহাম্মদ (সাবেক শিক্ষা মন্ত্রী) কুমিল্লার দেবিদ্ধারের কৃতি সন্তান/
মফিজ উদ্দীন আহাম্মদ (সাবেক শিক্ষা মন্ত্রী)
কুমিল্লার দেবিদ্ধারের কৃতি সন্তান//
পাকিস্তান আমলে কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের স্বপ্ন যিনি দেখেছিলেন, যিনি পাকিস্তান আমলে দুইবার মন্ত্রী সভার সদস্য ছিলেন, যিনি বৃটিশ আমলে বংগীয় আইন সভার সদস্য ছিলেন, তিনি দেবিদ্ধার এর কৃতি সন্তান মফিজ উদ্দীন আহাম্মদ । দেবিদ্ধার উপজেলার বড়শালঘর ইউনিয়ন মফিজ উদ্দীন আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মফিজউদ্দীন আহমদ।
তার জন্ম: ১৮৯১ সালে কুমিল্লার দেবীদ্বারের বড়শালঘর গ্রামে জন্মগ্রহণ করেন ।
কুমিল্লার পথে পথে এবার লিখবে তার জীবনের অজানা কাহিনি । আমাদের সাথেই থাকুন ।
No comments