কবি নজরুলের প্রথম স্ত্রী নার্গিসের জীবন কথা

 কবি নজরুলের প্রথম স্ত্রী নার্গিসের জীবন কথা।।মমিনুল ইসলাম মোল্লা ,কলেজ শিক্ষক, মানবাধিকার কর্মী ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, কুমিল্লা।।

জুলাই পর্যন্ত , দ্বিতী বার আসেন ১৯২১ সালের নভেম্বরে থাকেন ডিসেম্বর পর্যন্ত।  তৃতীয়বার ১৯২২ সালের ফেব্রুয়ারিতে ছিলেন জুন পর্যন্ত।  চতুর্থবার ১৯২২ সালের ২৩ শে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত।  পঞ্চম বার ১৯২৩  সালের ডিসেম্বরে আসেন এ সময় কতদিন ছিলেন তা জানা সম্ভব হয়নি। কুমিল্লায় তিনি দুইবার গ্রেপ্তার হন হন । ১৯২১ সালের নভেম্বর মাসে একবার ব্রিটিশবিরোধী গান গাওয়ার কারণে , এছাড়া ১৯২২ সালের ২৩ নভেম্বর ঝাউতলা থেকে তিনি গ্রেফতার হন ।  নজরুল দৌলতপুর ছেড়ে গেলে ও নার্গিসকে ভুলতে পারেননি।  চিঠির ভাষায় তা অনুধাবন করা যায়। চিঠিতে লিখেছেন তার মনের কথা । তিনি  লিখেছেন , আমার অন্তর্যামী জানেন , তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত,  কি অসীম বেদনা,  কিন্তু সে বেদনার আগুনে আমিই পুড়েছি । তা দিয়ে তোমায় কোনদিন দগ্ধ করতে চাইনি।  তুমি এই আগুনের পরশ মানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না । ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। নার্গিস দীর্ঘ ১৬ বছর কাজী নজরুলের জন্য অপেক্ষা করেন। তিনি খুব বেশি লেখাপড়া জানতেন না।  তৎকালীন সময়ে মেয়েরা বাড়ির বাইরে গিয়ে লেখাপড়া করতো না। মেয়েদের জন্য আলাদা বিদ্যালয় করার কথা চিন্তাও করা যেত না । তারপরও নার্গিসকে নজরুলের জন্য উপযোগী করে তুলতে আলী আকবর খানের চেষ্টার কমতি ছিল না । বাড়িতে তিনি নার্গিসের লেখাপড়ার  ব্যবস্থা করেছিলেন বলে জানা যায়। সর্বশেষ  ১৯৩৭ সালে নার্গিস কবি কাজী নজরুল ইসলাম কে চিঠি লিখেন । তার চিঠি পাওয়ার পর কবি কাজী নজরুল ইসলাম গানের ভাষায় তার জবাব দেন।  " যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে ? ভুলে যাও,  ভুলে যাও একেবারে। "  কবি আজিজুল হাকিম ছিলেন আলী আকবর খানের প্রকাশনীর ম্যানেজার।   নজরুলের সাথে বিবাহ বিচ্ছেদের ৭/৮ মাসের মাথায় তার সাথে নার্গিসের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয় । ১৯৮৪ সালে নার্গিসের মৃত্যু হয়।  তার দুই ছেলে বর্তমানে বিদেশে অবস্থান করছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। ( চতুর্থ পর্বের সমাপ্তি )

 লেখক:  মমিনুল ইসলাম মোল্লা ,কলেজ শিক্ষক, মানবাধিকার কর্মী ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, কুমিল্লা।

No comments

Theme images by mammuth. Powered by Blogger.