কুমিল্লায় ড. শাহেদ মন্তাজ ৫০তম জন্মদিন ও সংবর্ধনা।।

 কুমিল্লায় ড. শাহেদ মন্তাজ ৫০তম জন্মদিন ও সংবর্ধনা।।


মমিনুল ইসলাম মোল্লা, সাংবাদিক, কলামিস্ট ও কন্ট্রিবিউটর, কুমিল্লা।।

কুমিল্লা সার্কিট হাউসে গতকাল ২৮ শে জুলাই বাংলা একাডেমির উপপরিচালক কবি , গবেষক  ও প্রবন্ধকার ড.শাহেদ মন্তাজ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লার বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে তাকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয় । এতে সভাপতিত্ব করেন কুমিল্লা সাহিত্য সংসদের সভাপতি ও লেখক মোঃ নুরুল আলম সেলিম মিয়াজী। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক কবি ও ছড়াকার নীতিশ সাহা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন স্যার,  বিশেষ অতিথি হিসেবে হিসাবে বক্তব্য রাখেন কবি বিকাশ চন্দ্র, কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের কর্মকর্তা আয়াজ


মাবুদ, অধ্যাপক রাহুল তারুণ পিন্টু, সমতটের কাগজের সম্পাদক জামাল উদ্দিন দামাল, নিরাপদ চালক চাই এর সম্পাদক আজাদ সরকার লিটন। 


আরো বক্তব্য রাখেন নিরাপদ চিকিৎসা চাই এর সিনিয়র সহ-সভাপতি কবি ও গবেষক মমিনুল ইসলাম মোল্লা, কবি মামুন কবির চৌধুরী ,খেলাঘর আসরের কুমিল্লা সাধারণ সম্পাদক সাদ বিন ইউসুফ , সহকারী অধ্যাপক খোরশেদ আলম,  বিলকিস আরা,  কুমিল্লা সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ সানজিদুল  ইসলাম সানজিদ মিয়াজী তাহসিন প্রমুখ।

No comments

Theme images by mammuth. Powered by Blogger.