কোরআনের প্রথম তাফসীরকারক আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর জীবনী
পিতা-মাতা
তার পিতা হলেন মুহাম্মাদের আপন চাচা আব্বাস। পুরো নাম আব্বাস ইবনে আবদুল মুত্তালিব। মাতার নাম উম্মুল ফজল লুবাবা বিনতে আল হারিস।
জন্ম
তিনি মুহাম্মাদের হিজরতের তিন বছর পূর্বে মক্কায় ' শিআবে আবি তালিব '-এ জন্ম গ্রহণ করেন। কারো কারো ম
তে, হিজরতের পাঁচ বছর পূর্বে তিনি জন্ম গ্রহণ করেন । তবে প্রথম মতটিই অধিক গ্রহণযোগ্য ও সঠিক ।[৪]
জন্মের পূর্বাপর বৃত্তান্ত
ইসলাম গ্রহণ
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস এর জননী হিজরতের পূর্বেই ইসলাম গ্রহণ করেছেন বিধায় তকে আশৈশব মুসলিম হিসেবে গণ্য করা হয়।
বর্ণিত হাদিসের সংখ্যা
তার গ্রন্থ সমূহ
আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) এর তাফসিরের নাম “তানওয়ীর আলমিকবাস মিন তাফসীর ইবন আব্বাস” ।
তার সম্পর্কে সাহাবিদের উক্তি
- ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব ইবনে আব্বাস সম্পর্কে বলেন, " ইবনে আব্বাস তোমাদের সকলের অপেক্ষা বড় বিদ্বান ।" উমর তার সম্পর্কে আরও বলতেন যে, " সে বয়সে তরুণ, জ্ঞানে প্রবীণ !"
- ইসলামের চতুর্থ খলিফা আলি কার্মাল্লাহু ওয়াজহাহু তার সম্পর্কে বলেন, " কুরআন কারিমের তাফসীর বর্ণনার সময় মনে হয় যেন তিনি (ইবনে আব্বাস) একটি স্বচ্ছ পর্দার অন্তরাল হতে অদৃশ্য বস্তুসমূহ প্রত্যক্ষ করছেন ।"
- ইবনে মাসউদ বলতেন, " ইনি কুরআনের সর্বশ্রেষ্ঠ ভাষ্যকার ।"
- ইবনে উমর বলতেন, " মুহাম্মাদের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তৎসম্পর্কে ইবনে আব্বাস এই উম্মাতের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী ।"[১০]
ইন্তিকাল
আবদুল্লাহ ইবনে আব্বাস বার্ধক্য জীবনে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন । তিনি ইবনে জুবায়েরের শাসনামলে ৬৮ হিজরি, ৬৮৭ খ্রিষ্টাব্দে তায়েফে ইন্তিকাল করেন । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭১ বছর । মুহাম্মদ ইবনে হানাফিয়্যা তার নামাজে জানাজায় ইমামতি করেন ।
No comments