ওহিরআলোকে-ব্যবসা-বাণিজ্য


ওহিরআলোকে-ব্যবসা-বাণিজ্য

আল্লাহবলেন,হে ঈমানদারগণ! জুম‘আরদিনেযখনছালাতেরজন্য আহবানকরাহয়তখন তোমরাআল্লাহর স্মরণেধাবিতহওএবং ক্রয়-বিক্রয়ত্যাগ কর, এটাই তোমাদের জন্য শ্রেয়যদি তোমরাউপলব্ধি কর। আরছালাতসমাপ্তহ’লে তোমরা পৃথিবীতেছড়িয়ে পড় এবংআল্লাহরঅনুগ্রহঅন্বেষণ কর ও আল্লাহকেঅধিক স্মরণ কর, যাতে তোমরাসফলকামহও’ (জুম‘আ ৬২/৯-১০)।
আবুমাসউদ আনসারীরাঃহতেবর্ণিত যে, আল্লাহররাসুলসাঃনিষেধকরেছেনকুকুরেরমূল্য, ব্যাভিচারেরবিনিময়এবংগণকেরপারিশ্রমিকগ্রহণকরতে (বোখারি)। পানিবিক্রির ক্ষেত্রেওনিষেধাজ্ঞারয়েছে। জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত,   – তিনিবলেন, রাসুলসাঃ উদ্বৃত্ত পানিবিক্রি করতেনিষেধকরেছেন ( মুসলিম)। অন্য এক বর্ণনায়রাসুলুল্লাহসাঃপশুকেপাল দেয়া বাবদ বিনিময়নিতেনিষেধকরেছেন।
ব্যবসা-বাণিজ্যেরব্যাপারেমহানআল্লাহবলেন, ‘আল্লাহব্যবসাকেহালালএবং সূদকে হারামকরেছেন’ (বাক্বারাহ ২/২৭৫)। অন্যত্রএরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ! তোমরা একে অপরেরসম্পদ অন্যায়ভাবেগ্রাসকরোনা, কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করাহয়তা বৈধ’ (নিসা ৪/২৯)।উল্লিখিতআয়াতে  (তোমরাপরস্পরেরধন-সম্পদ অন্যায়ভাবেভক্ষণকরোনা)
আবুহুরায়রারাঃ থেকে বর্ণিত ,তিনিবলেন, রাসুলুল্লাহসাঃ থেকে বর্ণিত, তিনিবলেন, রাসুলসাঃনিষিদ্ধ করেছেন কেনা-বেচায়পাথরনিক্ষেপপ্রথাআরপ্রতারণামূলকযাবতীয়ব্যবসায় (তিরমিজি)। 
খাদ্যদ্রব্য বিক্রিরসময় ক্রেতারসামনেপরিমাপকরে দেয়া উচিত।  আবুহুরায়রারাঃ থেকে বর্ণিত – রাসুলসাঃবলেছেন, যে ব্যক্তি খাদ্য ক্রয় করবে সে যেনমাপনাকরাপর্যন্ততাবিক্রয়নাকরে।
রফিাহ বিন রাফিরাঃ থেকে বর্ণিত যে, নবীসাঃজিজ্ঞাসিতহয়েছিলেন , কোনপ্রকারেরজীবিকাউত্তম ? উত্তরেতিনিবলেন, নিজহাতেরকামাইএবংসৎব্যবসায়( বাযযার)। বিক্রি করারর পর কোনমালেত্রুটিলক্ষকরা দেখা গেলে
সুরা হদ এ (৮৪) আল্লাহবলেন, ...আল্লাহরউপাসনা কর, তোমাদের জন্য তিনিছাড়া কোনউপাস্য নেই। আরমাপে ও ওজনে কম করোনা। ”
তিনিবলেন, ‘তোমাদের প্রতি মৃতপ্রাণী, রক্ত, শূকরের গোশতহারামকরাহয়েছে’ (মায়েদাহ ৫/৩)।
অন্যত্রতিনিবলেন, হে ঈমানদারগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমাএবংভাগ্য নির্ধারকশরসমূহশয়তানেরঅপবিত্রকার্য বৈ কিছুইনয়। অতএব এগুলো থেকে বিরত থাক, যাতে তোমরাসফলকামহও’ (মায়েদাহ ৫/৯০)। আল্লাহতা‘আলা যেসব দ্রব্য হারামকরেছেন, সেসব দ্রব্যেরব্যবসাওহারামকরেছেন। জাবিরইবনেআব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনিরাসূলুল্লাহ (ছাঃ)-কে মক্কাবিজয়েরবছরএবংমক্কা থাকাবস্থায়বলতেশুনেছেন, তিনিবলেছেন,‘নিশ্চয়ইআল্লাহ ও তাঁররাসূল মদ, মৃত দেহ, শূকর ও প্রতিমা বেচা-কেনাকেহারামকরেছেন। মমিনুলইসলাম মোল্লা,




No comments

Theme images by mammuth. Powered by Blogger.