পূণ্য অর্জনের মাস -মাহে রমজান0-0-0- মাওঃ মাহফুজুর রহমান,মেঝা পীর, সোনাকান্দা
পূণ্য অর্জনের মাস -মাহে রমজান
মাওঃ মাহফুজুর রহমান,মেঝা পীর, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ
কুমিল্লার মুরাদনগরের সোনাকান্দা “ দারুল হুদা দরবার শরীফ” ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূ’মিকা রাখছে। এ দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা আঃ রহমান হানাফি ( রহঃ )। তাঁর সুযোগ্য নাতি মোঃ মাহফুজুর রহমান পীর সাহেব। তিনি এ দরবারের মেঝো পীর মরহুম শাহ সুফী হযরত মাওঃ আবু সাঈদ এর পুত্র। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স ডিগ্রি লাভ ছাড়াও সোনাকনাদা দারুল হুদা বহুমখী কামিল মাদ্রাসা থেকে ২টি বিভাগে কামিল ডিগ্রি লাভ করেছেন। তিনি বর্তমানে মহাপরিচালক- পীর সুলতান আহমদ ( রহঃ) ফাউন্ডেশন, পরিচালক -কোম্পানীগঞ্জ বায়তুল মামুন রহমানিয়া খানকা শরীফ, চেয়ারম্যান- সাহেরা খাতুন ওয়েলফেয়ার সোসাইটি, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল -পীর আব্দুর রহমান ( রহঃ) ক্যাডেট মাদরাসা, পরিচালক -হলিক্রিসেন্ট একাডেমী, খতিব- কোম্পানীগঞ্জ ইউপি জামে মসজিদও ঈদগাহ এবং এস আহমদ প্রকাশনীর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তাঁর প্রকাশিত গ্রন্থ-“সোনাকান্দার মাটি” ও “স্মারক গ্রন্থ” এবং গজলের ক্যাসেট “ মদিনার পথে”, “রাতের আকাশ” , “ও নবি এলেন ধরাতে ” ইত্যাদি ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। এ মহান ধর্মীয় ব্যক্তিত্বের সাথে রমজান মাসে আমাদের কী করনীয়, এব্যাপারে কথা হয় আমাদের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মোল্লার সাথে। নীচে সাক্ষাৎকার আকারে সেটি উপস্থাপন করা হলোঃ
১. রমজানকে পূণ্য অর্জনের মাস বলা হয় কেন ? মাহফুজুর রহমান ঃ মূলত সারা বছরই পূণ্য অর্জন করা যায়। তবে এ মাস সম্পর্কে রাসূল (সাঃ) বলেছেন-রমজান মাসে একটি নফল ইবাদত অন্য মাসের একটি ফরজ এর সমান, আর একটি ফরজ ৭০টি ফরজ এর সমান। তাই এ মাসে অন্য সময়ের চাইতে বেশি পূণ্য অর্জন করা যায়। ২. হাদিসে আছে “ যে ব্যাক্তি রমজান মাস পেয়েও পাপ মোচন করতে পারলোনা, তার চেয়ে হতভাগা আর নেই।” প্রশ্ন হচ্ছে পাপ মোচনের উপায় কী ?
মাহফুজুর রহমান ঃ প্রথমতঃ দৃঢ় চিত্তে এ সিদ্ধান্ত নেয়া যে, বিগত দিনে যেসব গোনাহ করেছি, ভবিষ্যতে আর কখনও তা করবো না। এছাড়া পুরো রমজানে যাবতীয় গোনাহের কাজ সম্পূর্ণভাবে ত্যাগ করে রোযা-নামাজসহ বেশি বেশি নফল ইবাদত ও তাওবা এস্তেগফার করা।৩. তাকওয়া বা ফরহেজগারী অর্জনের জন্য আমরা কি করতে পারি?
মাহফুজুর রহমান ঃ তাকওয়া শব্দের অর্থ গোনাহ ত্যাগ করা। কাজেই তা অর্জনের জন্য শরিয়ত নিষিদ্ধ ছোট-বড় সকল গোনাহ ছেড়ে দিতে হবে। নবিজি (সাঃ) বলেন-“ তুমি হারাম (নিষিদ্ধ) কাজ ছেড়ে দাও, তুমিই হবে শ্রেষ্ঠ ইবাদতগুযার।”
৪. রোজা রেখে মিথ্যা কথা বলা ও অশ্লীল কাজ করা যায় না। এখানে অশ্লীল বলতে আমরা কী বুঝবো?
মাহফুজুর রহমান ঃ ইভটিজিং, ব্যাভিচার, মদপানসহ অনেক কিছুই অশ্লিলতার আওতায় পড়ে।
৫. রমজানে কুরআন খতমের গুরুত্ব কতটুকু?
মাহফুজুর রহমান ঃ প্রিয় নবি (সাঃ) রমজান মাসে প্রতি রাত্রে জিবরাইল আঃ কে পুরো কুরআন (যতটুকু নাযিল হয়েছে) শোনাতেন। জিবরাইল (আঃ) ও নবিজিকে শোনাতেন। তাই রমজানে কোরআন খতমের গুরুত্ব অনেক।
৬. রোজা রেখে অনেকেই গল্প-গুজব করে সময় কাটায়। গল্পের ছলে গীবত বা পরনিন্দায় মত্ত থাকে এটা করা কতটুকু উচিত?
মাহফুজুর রহমান ঃ মোটেই উচিৎ নয়। কেননা গীবত বলা মৃত ভাইয়ের মাংশ খাওয়ার শামিল।
৭. বলা হয়ে থাকে রোজা মানে উপবাস নয়, প্রতিটি অঙ্গের জন্য আলাদা রোজা রয়েছে । এর অর্থ কী ?
মাহফুজুর রহমান ঃ রোজায় খাদ্য , পানীয় ও স্ত্রী সম্বোগ থেকে বিরত থাকার পাশাপাশি অন্যান্য বিষয়ের প্রতিও নির্দেশনা রয়েছে। তাই বলা হয়ে থাকে প্রতিটি অঙ্গেরই রোজা রয়েছে।
৮. রমজানে তারাবির গুরুত্ব কতটুকু ?
মাহফুজুর রহমান ঃ নবিজি এর ফজিলত সম্পর্কে বলেন-যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে তার প্রত্যোক সেজদার পরিবর্তে আল্লাহ তায়ালা তাকে দেড় হাজার সোয়াব দান করবেন। এছাড়া তার জন্য বেহেস্তে একটি বাড়ি তৈরি করবেন যাতে ষাট হাজার ফটক থাকবে , প্রত্যেক ফটকে লাল ইয়াকুত মন্ডিত স্বর্ণের এক একটি প্রাসাদ থাকবে। তাই কষ্ট হলেও খতমে তারাবিতে অংশ গ্রহণ করা উচিৎ।
৯. লাইলতুল ক্বদরের ফজিলত সম্পর্কে কিছু বলুন।
মাহফুজুর রহমান ঃ ক্বদর রাতের ইবাদত হাজার মাসের রাতের চেয়েও উত্তম।
১০. ব্যাংকের সঞ্চিত অর্থ প্রফিডেন্ট ফান্ড, কিংবা পেনশনের টাকার উপর যাকাত ধার্য হবে কি না ?
মাহফুজুর রহমান ঃ এসব খাতের টাকা যদি নেসাব পমিান হয় তাহলে অবশ্যই যাকাত দিতে হবে।
১১. যাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব কি না।
মাহফুজুর রহমান ঃ অবশ্যই সম্ভব। নবিজি ও খোলাফায়ে রাশেদিনের আমলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু ছিল। তখন এর মাধ্যমে দারিদ্র বিমোচন করায় এমন একটি সময় আসে যখন যাকাত নেয়ার মতো লোকজন পাওয়া কঠিন হয়ে পড়ে।
১২. রমজানে আমল বৃদ্ধি করার সহজ উপায় কী ?
মাহফুজুর রহমান ঃ ফরয নামাজ জামাতের সাথে আদায় করা। কোরআন তেলাওয়াত, যিকির-আযকার, তাসবিহ-তাহলীল সঠিকভাবে পড়া এবং সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকা।
১৩. স্ত্রীর অলংকারের যাকাত কে দেবে স্বামী নাকি স্ত্রী?
মাহফুজুর রহমান ঃ স্ত্রীর অলংকার যদি মোহরানা হয়ে থাকে তাহলে স্ত্রী যাকাত দিবে। আর যদি স্ত্রী ব্যবহারের জন্য হয় তাহলে স্বামী যাকাত পরিশোধ করবেন।
১৪. রমজানে এতেকাফের গুরুত্ব কতটুকু?।
মাহফুজুর রহমান ঃ নবিজি (সাঃ) রমজানের শেষ ১০ দিনে সারা জীবন ইতেকাফ করেছেন।
১৫. সৌদি আরবের সাথে মিল করে ১ দিন আগে রোজা রাখা ও ঈদ পালন করা বৈধ হবে কিনা।
মাহফুজুর রহমান ঃ বৈধ হবে না। নবিজি (সাঃ) বলেছেন- তোমরা চাঁদ দেখে (যারা যখন দেখবে) রোযা রাখ আবার চাঁদ দেখে ঈদ কর।
পত্রিকা লাগবে ৫০টি
দেবিদ্বারে ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযান
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি
দেবিদ্বারের হোটেল-রেস্তোরায় অস্বাস্থ্যকর নোংড়া পরিবেশে মিষ্টান্নসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরীর পরিবেশ দেখে আত্কে উঠেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। নর্দমাক্ত কারখানায় মিষ্টি ও দধিতে শত শত পচাঁ-গলা জীবানুবাহী মাছি ও মৌমাছির সংমিশ্রণে তৈরী হয় ওইসব খাদ্য সামগ্রী। এ ছাড়াও এসকল খাদ্য সামগ্রীতে দীর্ঘ্যদিনের পঁচাগন্ধযুক্ত মিষ্টিরসিরা ব্যবহার করা হয় মিষ্টি তৈরীতে। মিষ্টি তৈরীর অনুপযোগী দীঘ্যদিনের পঁচা ও মাদা মিষ্টির সিরা এবং দুধের ছানাগুলো এক শ্রেণীর ব্যবসায়িরা কিনে নিয়ে কট্কটি মিঠাই ও চকলেটসহ শিশুদের নানা আকর্ষনীয় খাবার তৈরীর কাজে এবং মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়বলেও সংশ্লিষ্ট ব্যবসায়িরা জানিয়েছেন।
পবিত্র মাহেরমজানকে সামনে রেখে দেবিদ্বারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও খাদ্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কে,এম,আলমগীর কবির’র নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনেটারী ইনিস্পেক্টর কামরুন্নাহার ও দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ নূরুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত এসময় নোংড়া পরিবেশে মাছি ও মৌমাছিযুক্ত সিদ্ধ দুধ দিয়ে দধি এবং পচাঁগলা মাছি ও মৌমাছিসহ পুরাতন চিনির সিরা দিয়ে মিষ্টি তৈরি করার অপরাধে ‘লোকনাথ মিষ্টান্ন ভান্ডার’কে দশ হাজার, ‘মধূবন মিষ্টান্ন ভান্ডার’ ‘আজগর হোটেল’ এবং ‘সাবরিয়া হোটেল’কে পাঁচ হাজার টাকা করে মোট পঁচিশ হাজার টাকা জরিমান করেন। ভ্রাম্যমান আদালতের সংবাদ পেয়ে ফরমালিন যুক্ত আম ও কলাসহ বিভিন্ন ফল ব্যাবসায়িরা দোকান বন্ধ ও মালামাল ঢেকে পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কে,এম,আলমগীর কবির বলেন, বিভিন্ন হোটেল-রেস্তোরায় সরজমিনে ঘুরেদেখে মনে হল আমরা কি খাচ্ছি আর আমাদের কি খাওয়াচ্ছে ওরা। রমজানকে সামনে রেখে এ অভিযান পরিচালনা হলেও রমজান চলাকালেও অভিযার অব্যাহত থাকবে।
দেবিদ্বারে সিপিবি’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঃ
আ’লীগ-বিএনপি জোটের বাহিরে মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারীদের ঐক্যবদ্ধ হয়ে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি
রাষ্ট্রীয় ক্ষমতার লোভে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাস ঘাতকতাকারী আ’লীগ-বিএনপি জোট-মহাজোটের বাহিরে প্রকৃত ও পরিক্ষীত মুক্তিযুদ্ধের চেতনা ধারনকারীদের ঐক্যবদ্ধ হয়ে জাতিকে রক্ষায় বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। শুক্রবার দিনব্যপী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দেবিদ্বার উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় ওই বক্তব্য তুলে ধরা হয়।
দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত কর্মশালায় এবিএম আতিকুর রহমান বাশার’র সভাপতিত্বে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সাধারন সম্পাদক পরেশ কর, ভার-প্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট অশোক দেব জয়, সদস্য সুজাত আলী, সূধাংসু কুমার নন্দী, সৈয়দ খলিুর রহমান বাবুল। ওই কর্মশালায় পার্টি সংগঠন, রাজনৈতিক দর্শণ, দ্ব›দ্ব মূলক বস্তুবাদ, সমাজ বিবর্তনের ধারাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় নেতা-কর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মমিনুল ইসলাম মোল্লা
No comments