এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের কিংবদন্তি প্রধান শিক্ষক আব্দুল মতিন ভুইয়া //
এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের কিংবদন্তি প্রধান শিক্ষক আব্দুল মতিন ভুইয়া //
মোল্লা মনির, ডিজিটাল কণ্ঠস্বর, কুমিল্লা।।
এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রীর প্রাণের স্পন্দন তিনি।
এলাহাবাদ গ্রামের শিক্ষার ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় ললিত পাল নামে একজন উচ্চ শিক্ষিত লোকের কথা। জানা যায় তার বাড়ি ছিল ওডার পাড়। দক্ষিন পাড়ার এম এ মালেক ১৯৪২ সালে বিএ পাশ করাছিলেন। তার ছেলে বাবুল সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহাম্মদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার বাবা জনাব কেয়াম উদ্দিন মাস্টার এলাহাবাদ উচ্চ বিদ্যালয় প্রতিস্ঠা করেছিলেন। এই বিদ্যালয়টি যার মেধা ও শ্রমে পুর্ণতা লাভ করেছিল তিনি হচ্ছেন হেড স্যার আব্দুল মতিন ভুইয়া। যিনি ছিলেন আপাদমস্তক একজন ভদ্র লোক। একজন নগন্য ছাত্র হয়ে তার কাছ থেকে যে আদর ও ভালোবাসা পেয়েছি তা ভুলে যাবার নয়।
আমাদের পরিবারের সাথে ভুইয়া পরিবারের একটি ভালো সম্পর্ক অনেক আগে থেকেই ছিল। আমার দাদা আলী আক্কাস মোল্লাকে স্যারের বাবা আব্দুস সাত্তার ভুইয়া খুব পছন্দ করতেন । আমার বাবা আব্দুস সাত্তার মাস্টার মতিন স্যারের ওস্তাদ ছিলেন।সেই সুবাধে স্যারের পরামর্শ এবং সহযোগিতায় আমার বাবা মেট্রিক এবং পিটি আই পাশ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েছিলেন । আমার এবং আমার ভাইদের লেখাপড়ার পেছনে স্যারের অবদান লিখে শেষ করা যাবে না। আমি সরকারি হাইস্কুলে জয়েন করার পর স্কুলে গেলে স্যার আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।
স্যার যখন বিদ্যালয়ে আসতেন সারা বিদ্যালয় তখন জেগে উঠত।স্যার ইংরেজি টেন্স বা কাল এত সুন্দরভাবে পড়াতেন যেন সকল শিক্ষার্থী সহজে বুঝতে পারত। আমার এখনো কানে বাজে Arise arose arisen.স্যার প্রায় চার দশক জ্ঞানের আলো ছড়িয়েছেন। এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আসবেন এবং চলেও যাবেন কিন্তু স্যারের মত ভালো মানুষ আসবে কিনা জানি না। আল্লাহ স্যারকে জান্নাতবাসী করুন এই দোয়া করি।

No comments