মো: জুনাব আলী মাস্টার

 মো: জুনাব আলী মাস্টার  একটি নাম একটি ইতিহাস। যিনি এলাকার মানুষ কে ভালোবেসে   সারাটি জীবন  ব্রাহ্মাণপাড়া উপজেলার শিদলাই  অঞ্চলের  হাজার হাজার ছেলেমেয়ের শিক্ষার বাতিঘর শিদলাই আশ্রাফ মাধ্যমিক বিদ্যালয়ের  জ্ঞান বিতরণে ব্যয় করেছেন।  শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ জুনাব আলী মাষ্টার  ১ লা জুলাই ২০২০ দুনিয়ার  সফর শেষ করেছেন। তিনি চলে গেছেন কিন্তু তার স্মৃতি আজ ও অম্লান। শিদলাই অঞ্চলের হাজার হাজার  মানুষ  এখনো  তাকে স্মরণ করে। 


কুমিল্লার পথে পথে ফেসবুক পেজে  এবার উঠে আসবে তার সম্পর্কে  অজানা অনেক  তথ্য।  আমাদের সাথে থাকুন। শীঘ্রই  আসছে।

No comments

Theme images by mammuth. Powered by Blogger.