নজরুলের গান ও কবিতায় জুলাই গণ অভ্যুত্থান//
নজরুলের গান ও কবিতায় জুলাই গণ অভ্যুত্থান//
মমিনুল ইসলাম মোল্লা, সাংবাদিক, কলামিস্ট ও নজরুল জীবনী বিশ্লেষক, কুমিল্লা।।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ ১২ ভাদ্র, তার ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।
✒️ দেয়ালজুড়ে গ্রাফিতি ও নজরুলগীতি ছাত্রদের আন্দোলনে এনেছিল নতুন গতি।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান এক অনন্য মাইলফলক। রাজপথে ছাত্রদের আন্দোলনকে শক্তি যুগিয়েছিল কাজী নজরুল ইসলামের গান ও কবিতা। মিছিল, স্লোগান ও দেয়াললিখনে বিদ্রোহী কবির রচনা হয়ে ওঠে প্রতিবাদের হাতিয়ার।
🖋️ নজরুলের গানেই আন্দোলনের অগ্নিশিখা
🎶 “চল চল চল” → সংগ্রামের ধ্বনি, মিছিলের প্রেরণা
🎶 “মোর প্রিয়া হবে” → দেশপ্রেমের আবেগ জাগানো গান
🎶 “বাগিচায় বুলবুলি” → মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক
🎶 “কারার ওই লৌহকপাট” → বন্দিদশার শৃঙ্খল ভাঙার আহ্বান
🎶 “ঊর্ধ্বগগনে বাজে মাদল” → সাহস ও আত্মত্যাগের সুর
🖌️ দেয়ালজুড়ে প্রতিবাদের ভাষা
ঢাকার দেয়ালজুড়ে লেখা ছিল নজরুলের চেতনা-প্রসূত স্লোগান।
🖊️
> “কারার ওই লৌহকপাট ভেঙে ফেল”
“চল চল চল, সময় এসেছে”
“ঊর্ধ্বগগনে বাজুক মাদল, পথে নামুক তরুণ”
“আমরা বুলবুলির গান গাই, শৃঙ্খল ভাঙবই”
এসব গ্রাফিতি ছিল ছাত্রদের অন্তর্গত প্রতিবাদ ও মুক্তির স্বপ্নের প্রতিচ্ছবি।
জুলাই গণঅভ্যুত্থান শুধুই রাজনৈতিক আন্দোলন নয়, ছিল সাংস্কৃতিক জাগরণেরও বহিঃপ্রকাশ। নজরুলের গান ও কবিতা ছাত্রদের অনুপ্রেরণা জুগিয়েছিল, আর দেয়ালজুড়ে আঁকা গ্রাফিতি সেই চেতনাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে।
মমিনুল ইসলাম মোল্লা, সাংবাদিক, কলামিস্ট ও নজরুল জীবনী বিশ্লেষক, কুমিল্লা।।
No comments