স্মৃতিকথা ।। বই পড়তে পড়তে রাত কেটে যেত
স্মৃতিকথা
বই পড়তে পড়তে রাত কেটে যেত
যেত ।ট্রেনে লাইটের সমস্যা থাকলে মোমবাতি জ্বালিয়ে বই পড়ত। ওর কাছ থেকে বই নিয়ে পড়তাম। শুধু বই পড়ার জন্যই বন্ধুত্ব করতে হয়েছিল তার সাথেও। দস্যু বনহুর ও মাসুদ রানা একখÐ ধার করা বই সময় মতো ফিরিয়ে দেয়ার জন্য পড়তে পড়তে রাত পার হয়ে যেত। সম্পর্কিত এক চাচা পড়তেন সবজান্তা সিরিজের বই। বিচার-সালিশে তিনি অনেক দৃষ্টান্ত উপমা বলতেন। সাইমুম সিরিজের কয়েকটা বইয়ে রয়েছে শিক্ষণীয় কোথাও নতুন বইয়ের সন্ধান পেলে তা না পড়া পর্যন্ত স্বস্তি পেতাম না। বঙ্কিমের কপালকুÐলা ও বিষবৃক্ষ পাঠকালে মন চলে যেত অতিমর্ত্য জগতে। একসময় পাঠের পিপাসা এত বেশি ছিল যে, দুইদিন পর ফেরত দেবো এই কথা বলে বই এনে তাকে সাজিয়ে রাখতাম।‘চুরিথ করে বই এনে পিপাসা নিবৃত্ত করতাম। এখন পিপাসা এত কম যে, ‘গিফটথ হিসেবে বই দিয়েও পড়ানো যাচ্ছে না। এত দিন পাঠক বই খুঁজত- আর এখন বই পাঠক খোঁজে।
লেখক:
মমিনুল ইসলাম মোল্লা
কলামিস্ট, সাংবাদিক ও কিটো ক্যাম্পেইনার,
No comments