শৈশবের ঈদ, ভোলা যায় না মমিনুল ইসলাম মোল্লা | মে ১৪, ২০২১
শৈশবের ঈদ, ভোলা যায় না
শুধু জিজ্ঞেস করলেন তোমার আব্বার কাছে বলে আসছনি ? টাক মাথাওয়ালা সে স্যারের কথা এবং এসিস্ট্যান্ট হেড স্যার জনাব চাঁন মিঞার কথা আজও মনে পড়ে। “ বিজ্ঞান আমাদেরকে দিয়েছে বেগ , কেড়ে নিয়েছে আবেগ। ” তাই বর্তমানে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আমরা অনেকটাই ভুলেই গিয়েছি। তখন মোবাইল ছিলনা তবে জরুরী প্রয়োজনে কুমিল্লা গিয়ে টেলিগ্রাম করা যেত। যাক যে কথা বলছিলাম, রমজানের শেষের দিকে অপেক্ষায় থাকতাম কখন মামা ( মরহুম সামছুল হক, সহকারী শিক্ষক , তুলাগাও দাখিল মাদ্রাসা) আমাদেরকে ঈদের দাওয়াত দিতে আসবেন। ঈদের পরের দিন সকালে মামার বাড়িতে রওয়ানা হতাম। ৪/৫ কিলোমিটার দূরে তুলাগাও যাওয়া চাট্টিখানি কথা নয় (আরো ছোট থাকতে অবশ্য নৌকাযোগে যেতাম)। কিছুক্ষণ হেঁটে বলতাম আম্মা আর কত দূর ? আম্মা বলতেন ।ওই যে তাল গাছওয়ালা বাড়িটা দেখা যায় সেটা পাড় হলেই তোদের মামার বাড়ি দেখা যাবে। তাল গাছওয়ালা, তুলাগাছওয়ালা কত বাড়িই পাড় হয়ে যাই কিন্তু পথ আর শেষ হয় না, মোটামুটি বড় হয়ে যাওয়ায় কোলে উঠার কথাও বলতে পারিনা। তাই মেঠো পথের ধারে বটগাছ পেলে সেখান কিছুটা ঝিরিয়ে নিতাম। শেষ পর্যন্ত একসময় পৌঁছে যেতাম তুলাগাও নোয়াপাড়ার সালাম মৌলবীর ( দেওবন্দ থেকে পাশ করা ) বাড়িতে। মনোয়ারা খালা দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে এসে কোলে নিয়ে বাঁশের সাকো পাড় করে নিয়ে যেতেন। তখন আমি লজ্জায় মুখ লুকালেও খালার ভালবাসা ও আন্তরিকতার কারণে মুখ ফুটে কিছু বলতে পারতামনা। ঈদ সবসময়ই আনন্দের। এ যেন না পাবার মাঝেও অনেক কিছু পাওয়া। তাই ঈদ প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, হাসি, এবং সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সংযম, সৌহার্দ ও সম্প্রীতির পরিবেশ পরিব্যপ্তি লাভ করুক এটাই ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। সকলের জন্য রইল ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
লেখকঃ মমিনুল ইসলাম মোল্লা | রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক , কলাম লেখক ও ধর্মীয় গবেষক, কুমিল্লা।
No comments