মুরাদনগরে অবৈধ ইটভাটা ভেঙে প্রশাসন।। মমিনুল ইসলাম মোল্লা মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি//

 

মমিনুল ইসলাম মোল্লা, সাংবাদিক কলামিস্ট ও ফিচার লেখক, কুমিল্লা।।

 ইটভাটা ভেঙে প্রশাসন।। মমিনুল ইসলাম মোল্লা মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি//

প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক অনুমতি ব্যাতিত অবৈধ ভাবে ইট প্রস্তুত করার অপরাধে মেসার্স এ,বি,সি ব্রিকস (শাপলা ব্রিকস) নামের অবৈধ ইটভাটাকে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাঁখরনগর গ্রামে অবৈধ এ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হাছান খাঁন।

এ সময় লাইসেন্স ও পরিবেশসহ অন্যান্য কোন অনুমোদনের কাগজপত্র না থাকায় ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ভাবে পরিচালনার অভিযোগে মেসার্স এ,বি,সি ব্রিকসকে (শাপলা ব্রিকস) এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন সহযোগিতা করেন।
মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হাছান খাঁন দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ২০০৯ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ইটভাটাটি গুড়িয়ে দেওয়াসহ একলাখ টাকা জরিমানা করা হয়। অবৈধ ইটভাটা স্থাপনার বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

No comments

Theme images by mammuth. Powered by Blogger.