সফর মাসের খুৎবা
ইসলামি বর্ষপঞ্জি একটি চন্দ্র পঞ্জিকা এবং এই বর্ষপঞ্জির মাসগুলো শুরু হয় যখন নতুন চাঁদের ক্রিসেন্ট দৃশ্যমান হয়। যেহেতু ইসলামি চন্দ্রভিত্তিক বর্ষপঞ্জিটির বছর পূর্ণ হয় সৌর পঞ্জিকা অপেক্ষা ১১ হতে ১২ দিন পূর্বেই, ফলে প্রতি বছর সফর মাসের শুরুর দিনটি প্রচলিত সৌরভিত্তিক গ্রেগরিয়ান বর্ষপঞ্জির সাথে একই দিনে মেলে না।
- ১ সফর - কারবালার যুদ্ধের বন্দীদের খলিফা ইয়াজিদের দরবারে হাজির করা হয়।
- ৬ সফর - ইমাম হোসাইনের কনিষ্ঠ কন্যা ও কারবালার যুদ্ধের বন্দীনী সকিনা বিনত হোসাইন শাহাদাত বরণ করেন।
- ১৬ সফর - স্পেনে খ্রিস্টানদের নিকট আল-উক্বাবের যুদ্ধে আলমোহাদ খিলাফতের পরাজয় ঘটে।
- ২০ সফর / ২১ সফর - জিয়ারত-এ-আরবাইন (আশুরার বিয়োগাত্মক ঘটনার ৪০তম দিন / চেহলাম)।[২]
- ২৩ সফর - ৫ম শিয়া ইমাম মুহাম্মদ আল-বাকীর-এর জন্ম।
- ২৭ সফর - নবী মুহাম্মদ মক্কা থেকে মদীনায় হিজরত করেন।
- ২৮ সফর - ইমাম হাসান শাহাদাত বরণ করেন।

No comments