ওহির আলোকে- ইমামদের ভূমিকা
ওহির আলোকে- ইমামদের ভূমিকা
একজন ইমামের দায় দায়িত্ব
সম্পর্কে রাসুলে আকরাম সাঃ
বল্লেন, “ ইলম
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অর্জন করা হয়। কেউ
যদি তা কেবল পার্থিব
উদ্দেশ্যে করে
তবে সে জান্নাতের সুগন্ধ
পাবে না ” ( আহমদ২/৩৩৮)।
আল্লাহ
পাক রাব্বুল আলামিন বলেন, “ অথবা
তদাপেক্ষা বেশী কোরান আবৃত্তি
করুন সুবিন্যস্তভাবে এবং সুস্পষ্টভাবে ( মোজাম্মেল
৪)।
আল্লাহ
পাক রাব্বুল আলামিন বলেন-“ যারা
দুনিয়ার জীবন আর তার
শোভা সৌন্দর্য কামনা করে, তাদেরকে
এখানে তাদের কর্মের পুরোপুরি
ফল আমি দিয়ে দেই। আর
তাতে তাদের প্রতি কোন
কমতি করা হয় না।
। আল্লাহ পাক রাব্বুল
আলামিন বলেন-আর আমি
মানুষকে তার পিতা -–মাতার
সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি
( লোকমান-১৪০ )।
কিন্তু
আখেরাতে তাদের জন্য আগুন
ছাড়া কিছুই নাই, এখানে
যা কিছু তারা করেছে
তা, নিষ্ফল হয়ে গেছে
, আর তাদের যাবতীয় কাজকর্ম
ব্যর্থ হয়ে গেছে ( হুদ
১৫-১৬)। ম
আল্লাহ
পাক রাব্বুল আলামিন বলেছেন, “ আমি
আপনার ভাষায় কোরানকে সহজ
করে দিয়েছি যাতে তারা
স্মরণ রাখে ( আদ দুখান
-৫৮)।
আল্লাহ
পাক রাব্বুল আলামিন বলেন, আপনার
পূর্বে আমি প্রত্যাদেশসহ মানবকেই
তাদের প্রতি প্রেরণ করেছিলাম
অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর, যদি তোমাদের
জানা না থাকে ( আন
নাহল-৪৩)।
আল্লাহ
পাক রাব্বুল আলামিন বলেন- কিন্তু
আল্লাহতায়ালার বাণী পৌছানো ও
তার পয়গাম প্রচার করাই
আমার কাজ। যে
আল্লাহ ও তার রাসূলকে
অমান্য করে তার জন্য
রয়েছে জাহান্নামের অগ্নি তারা চিরকাল
থাকবে। ( আল
জ্বিন -২৩)।
আল্লাহ
পাক রাব্বুল আলামিন বলেন-আর
আমি মানুষকে তার পিতা -–মাতার
সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি
( লোকমান-১৪০ )।
আল্লাহ
পাক রাব্বুল আলামিন বলেন- আমি
কোরানকে বোঝার জন্য সহজ
করে দিয়েছি অতএব কোন
চিন্তশিীল আছে কি ?( আল
বাকারা-৩২)।
আল্লাহ
পাক রাব্বুল আলামিন বলেছেন, “ নিসন্দেহে
তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে
যারা ইমান এনেছে, আল্লাহর
প্রতি ও
শেষ দিনের প্রতি এবং
কায়েম করেছে নামায ও
আদায় করে যাকাত , আল্লাহ
ব্যাতীত আর কাউকে ভয়
করে না। অতএব
আশা করা যায় তারা
হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভূক্ত হবে ( আত তাওবা
-১৮)
মমিনুল
ইসলাম মোল্লা
No comments