ওহির আলোকে ঃ মাতৃভাষায় দ্বীন শিক্ষা
ওহির আলোকে ঃ মাতৃভাষায় দ্বীন শিক্ষা
রাসুলের
আকরাম (সাঃ) এর প্রতি
প্রথম ওহি নাযিল হলো-
“পাঠ করুন আপনার রবের
নামে, যিনি সৃষ্টি করেছেন। যিনি
সৃষ্টি করেছেন মানুষকে জমাট,
রক্ত পিন্ড থেকে , পাঠ
করুন আর আপনার রব
অতিশয় দয়ালু ( আলা-৯৬/১-৩)।
উমার ইবনু খাত্তাব
(রাঃ) থেকে বর্ণিত তিনি
হিশাম ইবনু হাকিম (রাঃ)
এর পেছনে নামায পড়েছেন। তিনি
সুরা ফুরকান তিলাওয়াত করেন
যা ওমর (রাঃ) এর
তিলাওয়াতের মত নয়।
নামাজ শেষে তিনি চাদর
দিয়ে গলা পেঁচিয়ে ধরে
জিজ্ঞেস করলেন, এভাবে তোমাকে
কে শিখিয়েছেন ? হিশাম
(রাঃ) নবিজীর কথা বল্লেন। তারপর
দুজন নবিজীর মুখোমুখি হলেন। নবিজী
দুজনের তিলাওয়াত শুনে বল্লেন, - এ
কুরআন সাত উপ ( আঞ্চলিক)
ভাষায় নাযিল করা হয়েছে। সুতরাং
তোমাদের জন্য যা সহজতর
, সে পদ্ধতিতেই তোমরা পাঠ কর
( আল লুলু ওয়াল মারজান,
হাদিস নং ৪৬৮০ )।
রাসুলে
আকরাম (সাঃ) বলেছেন- জিবরিল
(আঃ) আমাকে এক আঞ্চলিক
ভাষায় কুরআন পাঠ শুনিয়েছেন। কিন্তু
আমি সব সময় তার
নিকট বেশি ভাষায় পাঠ
শুনতে চাইতাম। শেষতক
তা সাতটি আঞ্চলিক ভাষায়
সমাপ্ত হয় ( বুখারি৩২২৯/মুসলিম৮১৯)।
No comments