ওহির আলোকে ঃ মাতৃভাষায় জুম্মার খুতবা
ওহির আলোকে ঃ মাতৃভাষায় জুম্মার খুতবা
আল্লাহ
পাক রাব্বুল আলামিন বলেন,
আমি প্রত্যেক রসুলকে তাদের স্বগোত্রীয়দের
ভাষায় প্রেরণ করেছি যাতে
তারা তাদের (গোত্রের লোকদের)
জন্য দীনকে সরলভাবে উপস্থাপন করতে পারে” ( সুরা
ইব্রাহীম-৪)।
সহিহ হাদিস অনুযায়ী রাসুল
(সাঃ) মনযোগ সহকারে খুৎবা
শোনার নির্দেশ দিয়েছেন। খুৎবায়
নবিজি সাহাবীদের মতামতকে গুরুত্ব দিতেন। সহিহ
বুখারিতে বলা হয়েছে, নবিজি
যখন খুৎবা দিচ্ছিলেন, তখন
এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসুলুলুল্লাহ!
( পানির অভাবে ) ঘোড়া মারা যাচ্ছে,
ছাগল মারা যাচ্ছে, কাজেই
আপনি দোয়া করুন।নবিজি দোয়া করলেন।
মমিনুল
ইসলাম মোল্লা,
No comments