বিবিসির বাংলা বন্ধ

 মমিনুল ইসলাম মোল্লা, সাংবাদিক, কলামিস্ট ও ধর্মীয় লেখক, কুমিল্লা।।

বিবিসি থেকে বাংলায় সম্প্রচার শুরু হয় ১৯৪১ সালের ১১ই অক্টোবর। প্রথমে এর অনুষ্ঠান সাপ্তাহিকভাবে ১৫ মিনিটের ছিল।[] পরে ১৯৬৫ সাল থেকে পর্যায়ক্রমে নিয়মিত সংবাদ সম্প্রচার শুরু হয়। নিরপেক্ষ অনুষ্ঠান তথা সংবাদ পরিবেশনের কারণে বাংলাদেশ  ভারতের ১ কোটি ৩০ লক্ষ বাংলাভাষী শ্রোতার কাছে এটি জনপ্রিয় হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এর নিরপেক্ষ সংবাদ প্রচারের কারণে এটি বিপুল জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল।[][]

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর, বিবিসি তার বাংলাসহ দশটি ভাষার রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়। ২৮.৫ মিলিয়ন পাউন্ড (আনুমানিক ৩২০ কোটি টাকা) সঞ্চয় করার উদ্দেশ্যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ শূন্য করার অংশ হিসেবে এটি করা হয়।[] ২০২২ সালের ৩১ শে ডিসেম্বর প্রতিষ্ঠার ৮১ বছর পর "পরিক্রমা" অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হয়ে যায়। তবে প্রতিষ্ঠানটি এটির টেলিভিশন ও অনলাইন অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।[][][][]

সম্প্রচার

সম্প্রচারিত অনুষ্ঠান

বাংলাদেশ সংলাপ

সম্পাদনা

বিবিসি বাংলার আয়োজন বাংলাদেশ সংলাপ বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল “চ্যানেল আই”-এর সহযোগিতায় সম্প্রচারিত একটি অনুষ্ঠান, যেটি পূর্বে বিবিসি বাংলা রেডিওতে এবং বিবিসি বাংলার ওয়েবসাইটে নিয়মিত প্রচারিত হত।[১২][১৩] সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে শ্রোতা, দর্শক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সরাসরি অংশগ্রহণে এ অনুষ্ঠান প্রচারিত হয়। 'বাংলাদেশ সংলাপের' প্রতিটি অনুষ্ঠানে শ্রোতারা আমন্ত্রিত প্যানেল সদস্যদের কাছে তাদের প্রশ্ন এবং কোন কোন ক্ষেত্রে প্রশ্নের উত্তর নিয়ে মতামত দেন। অনুষ্ঠানের ব্যাপ্তি হচ্ছে ৫০ মিনিট।[১২]

বিবিসি বাংলা এশিয়ামধ্যপ্রাচ্যদূরপ্রাচ্যআমেরিকা এবং ইউরোপ-সহ সমগ্র বিশ্বে বাংলাভাষী মানুষের কাছে অন্যতম একটি সংবাদ মাধ্যম।

বিবিসি বাংলার সহযোগী

সম্পাদনা

বাংলাদেশ বেতার

সম্পাদনা

বিবিসি একটি চুক্তির মাধ্যমে ১৯৯৪ সাল থেকে ঢাকায় বাংলাদেশ বেতারের এফ এম ১০০ মিটার ব্যান্ডে দিনে ১২ ঘণ্টা বাংলা ও ইংরেজি অনুষ্ঠান সম্প্রচার করত। ২০০৮ সালে নতুন একটি চুক্তির মাধ্যমে এর সম্প্রসারণ ঘটে। বিবিসির ৪টি বাংলা অনুষ্ঠান চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর আর কুমিল্লায় এফ এম ব্যান্ডে সম্প্রচার শুরু হয়। ২০১৪ সালে ঠাকুরগাঁও (৯২.০), বরিশাল (১০০.৮) ও কক্সবাজার (১০০.৮) শহরও এতে যুক্ত হয়।

চ্যানেল আই

সম্পাদনা

বিবিসি বাংলার বেশ কিছু টেলিভিশন অনুষ্ঠান, যেমন 'আপনার শহর, আপনার প্রশ্ন' চ্যানেল আই-এর কারিগরি সহায়তায় তৈরি করা হয়। বিবিসি মিডিয়া এ্যাকশনের ব্যবস্থাপনায় সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ‘বাংলাদেশ সংলাপ‘ ২০০৫ সাল থেকে চ্যানেল আই যৌথ প্রযোজনার ভিত্তিতে সম্প্রচার করে আসছে। সংলাপের দ্বিতীয় মৌসুম ২০১০ সালে শেষ হয়, এবং তৃতীয় মৌসুম ২০১২ সালের নভেম্বর মাসে শুরু হয়

No comments

Theme images by mammuth. Powered by Blogger.