মাদ্রাসার শিক্ষকেরা বৈষম্যের শিকার
মমিনুল ইসলাম মোল্লা, সাংবাদিক, কলামিস্ট ও প্রদায়ক,কূমিল্লা।।
/উচ্চতর স্কেল পাওয়ার পরে ইনক্রিমেন্ট পেতে ১২ থেকে ২৩ মাস অপেক্ষা করতে হবে এমন কথা বলে ইনক্রিমেন্ট বঞ্চিত করছে শত শত শিক্ষককে।আবার একই মাসে(পূর্বের ইনক্রিমেন্ট + উচ্চতর স্কেল +নতুন ইনক্রিমেন্ট)উচ্চতর স্কেলের সাথেই ইনক্রিমেন্ট প্রদান করার প্রমাণও রয়েছে অনেক। লিখিত আবেদনের পরেও বৈষম্য নিরসন হয়নি।অথচ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসরণ করে ইনক্রিমেন্ট প্রদান করছে।মাদ্রাসার শিক্ষকেরা বৈষম্যের শিকার হল।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
ধন্যবাদান্তে-হায়দর আলী,বাংলাদেশ বেসরকারি শিক্ষক ফোরাম
No comments