ইসলামি অর্থনীতি হলো কোরআন ও সুন্নাহ মোতাবেক অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা The Islamic economy is an economic transaction according to the Qur'an and the Sunnah (ISLAMI ORTHONITY ) ইসলামি অর্থনীতি হলো কোরআন ও সুন্নাহ মোতাবেক অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা। ইসলামি কৃষ্টি ও তমুদ্দুন সমৃদ্ধ যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে; তাই ইসলামি অর্থনীতি। সমাজ বিজ্ঞানী ইবনে খালদুন বলেন, ইসলামি অর্থনীতি হলো জনসাধারণের সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। মহান সৃষ্টিকর্তা আল্লাহর নীতি-পদ্ধতি অনুসরণে সৃষ্টির লালন-পালনের যাবতীয় জাগতিক সম্পদের কল্যাণধর্মী ব্যবস্থাপনাই হলো ইসলামি অর্থনীতি। মাওলানা হিফজুর রহমান বলেন, শরিয়তের পরিভাষায় যে বিদ্যা বা জ্ঞানের মাধ্যমে এমন সব উপায় সম্বন্ধে জ্ঞাত হওয়া যায় যার দ্বারা ধনসম্পদ আহরণ ও ব্যয়ের উপযুক্ত ও সঠিক পন্থা এবং বিনষ্ট হওয়ার প্রকৃত কারণ নির্দেশ করা হয়Ñ তাকে ইসলামি অর্থনীতি বলা হয়। পুঁজিবাদ এক অর্থনৈতিক অভিশাপ। পুঁজিবাদী অর্থনীতি মানুষকে বল্গাহীন স্বাধীন, নিপীড়ক, স্বার্থপর ও স্বেচ্ছাচারী করে তোলে। পুঁজিবাদের ইতিহাস শোষণ, –নিপীড়ন, বঞ্চনা, অন্যায় যুদ্ধ ও সংঘাতের রক্তক্ষয়ী ইতিহাস। এর দর্শন ভোগবাদী ও ইন্দ্রিয় পরায়ণতার দর্শন। ব্যক্তির সম্পদে সমাজের অধিকার প্রতিষ্ঠা ইসলামি অর্থনীতির মূলনীতি। পুঁজিবাদী অর্থনীতিতে ব্যক্তি ইচ্ছেমতো সম্পদ উপার্জন করতে পারে। যেখানে ইচ্ছে সেখানে কারখানা স্থাপন করতে পারে। যতদূর ইচ্ছে মুনাফাও লুটতে পারে। শ্রমিক নিয়োগের যেমন সুযোগ রয়েছে, তাদের শোষণ করে একচ্ছত্রভাবে মুনাফা লুণ্ঠনের পথেও সেখানে কোনো বাধা নেই। পুঁজিবাদের কিছু ত্রুটি বিশেষভাবে লক্ষণীয়। এগুলোর মধ্যেÑ ১. অপচয়মূলক প্রতিযোগিতা, ২. অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বেকারত্ব, ৩. সম্পদের ত্রুটিপূর্ণ বণ্টন, ৪. একচেটিয়া ব্যবসায়ের উদ্ভব ও তাদের অর্থনৈতিক ক্ষমতা সংহতকরণ, ৫. বাণিজ্যচক্রের পর্যায়ক্রমিক উপস্থিতি ও চরম নৈতিক ও সামাজিক বিপর্যয়ের ক্রম বিস্তৃতি। $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ x


No comments

Theme images by mammuth. Powered by Blogger.